বিপন্ন বাগান
জাহাঙ্গীর আলম
তারিখ,৩০/০৮/২০২৪,ইং
রোজ:শুক্রবার,
সময়,১১:টা(কবিতা-২৭৮)
---------------------
চিনতে পেরোছো বলে
একটু ও মনে হয় না।
কত যে কষ্টে গড়ে উঠেছে
এই বিশ্বস্ত বাগানটি
বিখ্যাত ফুল আর ফলের চাষ যারা করেছিলো
শুধু তারাই নয়?
এক বাক্যে সবাই চিনে
ভীষণ আত্ন প্রত্যায়ি
এবং নির্ভীক।
ভুবন ভরা
জন্মের ইতিহাস নিয়ে
স্বাধীন চেতা ফল গাছটি
ছুঁয়েছিল আকাশ।
ঘাত প্রতিঘাত ঝড় ঝাপটা
মহামারি ছিল নিত্য সংঙ্গী
ঘুর্নি হাওয়া বজ্রপাত
এমন কি অগ্নুৎপাতেও
কখনোই ভেঙ্গে পড়েনি গাছটি।
ফুল ফলে ফেপে উঠেছিলো
সমৃদ্ধির শিখরে।
আচমকা দুর্ধর্ষ এক সুনামিতে
ফল দেয়া গাছটির
একে বারে পাতাগুলো
খসে গেলো।
বিষণ্ণ চারিপাশ এলোমেলো
অস্তিত্ব সংকটে কিছুটা উবড়ে গেল।
ধেয়ে আসা ভুমিকম্পের
উত্তাল কম্পনে
বাগানটি সম্পুণ্য বিধ্বস্তু হল
জলমগ্ন স্যাত স্যাতে কাদায়
অবশিষ্ট তলিয়ে গেল।
অবিচল নির্ভরতার প্রতিক
কোটি মানুষের মাতার উপর
প্রাণ প্রিয় ছাতাটাও
হারিয়ে গেল
দিনের কোন এক খনে।