বর্গা চাষ,
জাহাঙ্গীর  আলম।
============
কোন অধিকারের কথা বলিনী।
কোন দাবী নিয়ে আসিনি।
তোমার সম্পদের ভাগ চাই--
তাও বলিনী।

শুধু এই টুকু বলেছিলাম।
তোমার গোলাপ ফোটা
ফুল বাগানের নিচু জমিটা-
আমাকে বর্গা দিতে
বলেছিলাম শুধু।

যদি দাও তবে বসন্তের আগেই দিও।
মিটিয়ে দিব তোমার যা প্রাপ্য সব।
ধরো এই--
পৌষের হিম কনকনে ঠান্ডায়,
মানে,
সুর্য তখনো ভোরের কুয়াশার
সাদা বিছানায় ঘুমিয়ে।

তখন ঠিক সেই সময়।
অন্ধকারের ভেতরে হালকা জলে  দিবো চাষ লাঙলের ফলায়।
তোমার জমিতে করবো
মৌসুমি চাষাবাদ,
বাহারী ফুল ফসলের আবাদ।

কানায় কানায় ভরে উঠবে ডালী
ফুল ফসলে পরিপুন্য মাঠ।
তখন বুঝবে তোমার উর্বর জমির কত মুল্য।

বর্গা চাষ,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার,
সময়:১১.টা,
২৫/০৭/২০২০ইং,
=========