বন খেকো'রা,
জাহাঙ্গীর আলম।
============
রাত দুপুরে যায়না শোনা
শেয়াল মামার হাক।
বন বাদারে নাই যে এখন
পশুপাখির ডাক।
শিকারীরা গভীর বনে
নিষ্ঠুর অন্ধ মনে।
আণ্ডাবাচ্চা সবই খেয়ে
করেছে সর্বনাশ।
দু চোখ বুঝে উল্লাস করে
এখন বার মাস।
বন খেকো'রা নিত্ত ঘেটে
গাছপালা পাহাড় কেটে
করছে বনে বাস।
শুনবে কোথায় পশুপাখি
শেয়াল মামার ডাক।
বন খেকো'রা,
জাহাঙ্গীর আলম।
রোজ:শনিবার,
সময়:সকাল,৯টা
২০/০৬/২০২০ইং,