"বলো দাদু"

         "জাহাঙ্গীর আলল"


দাদু আমায় বলো তুমি কোথায় গেল মা,
গোরস্তানের পাশে তুমি দাডিয়ে থেকো না,

কেন দাদু বল তুমি,
কাদছো বারে বারে
মা কি আমার ফিরে
আসবে না আর ঘরে।

এতিম করে মা আমায়,
গেলো কোথায় চলে।
সাদা কাপড পরিয়ে দিল শেষ
অন্তিম কালে।

কত আদর স্নেহ ভরা আমার মায়ের মুখ,
এক বার আমি দেখতে পেলে জুড়াত পাষান বুক।

জম্ম হলে পরকালে যেতে হয় চলে,
না পাই আদর স্নেহ বুক ভেসে যায় অশ্রু
জ্বলে।

দাদু তুমি তজবি পড়ো কি বল মনে মনে,মায়ের মত হারিয়ে যাব আমি ও দূর বনে।

ফজরের সুনলে আযান,যাও কবরের পাশে চলে, দু হাত তুলে মোনাজাত করে বিধাতার আরশ তলে।

দাদু তোমার অন্তর পুড়ে ব্যাথার নহর বয়, মায়ের  মতো হারিয়ে যেতে আমায় একবার দাও।।।