বলো আমি কার

জাহাঙ্গীর আলম


যতখন ঝুলে ফল,গাছে বলে তার,
মাটিতে পরিলে তখন হয় কার।

যতখন পাএে, জল আমি কার,
পরিলে মাটির, আমি কার আহার

পথ আমি নিরবে চুপিচুপি খাটি,
আমি থাকি স্তির, কারা যায় হাটি।

রোদে পুড়ে,জলে ক্ষয়,করি উপকার,
থাকে কত প্রশ্ন, বল আমি কার।