পাখিদের গানে,ভোরের আঙিনা নাচে,
বোঝেনা মানুষ,দুঃখ তার আছে।
নদীর গান বোঝেনা জল,
করুণ দুঃখে হয় উত্তল।
স্রোতের দুঃখ অবিকল,
তীর ভাঙিলে,বোঝেনা তল।
বাতাসের গান বোঝেনা প্রাণ,
দুঃখ ছড়ালে ঝড় তুফান।
মাটির গান বোঝেনা ফসল,
দুঃখ ছড়ালে হয়না ফলন।
সময়ের গান কেউ কি বোঝে,
আমার দুয়ারে যায় যে নেচে,
দুঃখ যত অবিরাম।