বিক্রি হয়না,
জাহাঙ্গীর আলম।
============
শুনতে চাই না সকাল হলে
কিংবা সুর্য অস্ত গেলে,
হাট বাজারে পথ প্রান্তে,
ব্যস্ত গলীর ভীড়ের মোড়ে।

কখনো ই হবেনা বিক্রি
উৎকৃষ্ট মনুষ্যত্বের গুনাবলী,
মান সন্মান ইজ্জৎ।
ন্যায় নিষ্ঠা সত্য সততা,
ভক্তি সন্মান শ্রদ্ধা।

দেখতে চাই না এমন
বেচা কেনা,ভবিষ্যৎ এ,
ন্যায় নিষ্ঠা সত্য সততা
ভক্তি সন্মান শ্রদ্ধা ।
মহামুল্যবান মনুষ্যের গুনাবলী
থাকুক সত্য সততায় সমুজ্জ্বল।

বিক্রি হয়না,
জাহাঙ্গীর আলম।
রোজ:মঙ্গলবার,
সময়:রাত,৯ টা,
৩০/০৬/২০২০ইং,
==========