চিঠি টা খুব-ই বেশরম
বস্ত্রহীন ভাষায়,
চৈত্রসন্ধ্যায় পাঠায়েছি --
বিবস্ত্র লজ্জাহীন অন্তরঙ্গ প্রীতি।
এমন চিঠি কি পৌছাবে
আদো তোমার হাতে,
দিন তারিখ লেখা নেই তাতে
গোপন কিছু -
কৌতুহল অসম্ভব
আশ্চর্য ! কিছু একটা ভেবেছিলো
পিয়ন মিনহাজ
মুচকি হেসে দু চোখ বুলিয়েছিলো
তাতেই সর্বনাশ।
বিচ্ছিরী প্রেয়সী বাতাস দ্রুত পৌছে গিয়েছিলো সর্বনাশের কানে
যা হবার তাই হয়েছিলো
বে-শরমা চিঠির.
বাকি টা ইতিহাস।
তারিখ :09/05/2019 ইং,
সময় : 1:45 মিনিট