বিবেক,
জাহাঙ্গীর আলম।
=========
শিক্ষা দীক্ষা জানিনে বাপু
লেখা পড়া ও নয়।
শাস্ত্রে কহে বিবেক বুদ্ধি,
শিক্ষার অধীক হয়।

লেখাপড়া অক্ষর বিদ্যা
তারে কি মানুষ কয়?
বিবেক থেকে শিক্ষা বড়?
মোটেই সঠিক নয়।

লেখাপড়া অক্ষর বিদ্যা
করিনে অসম্মান।
বিবেকের খাতায়  
ন্যায় এর পাতায়
জ্ঞানেই মুল্যবান।

বিবেক,
জাহাঙ্গীর আলম।
রোজ:বুধবার,
সময়:১১:২৫মিনিট,
২৪/০৬/২০২০ইং,
==========