বাস্তব অবস্থা,
জাহাঙ্গীর আলম।
২৯/০৫/২০২০.ইং,
=============
মানবতা মনে হয় মদ খেয়ে মাতাল।না হয় নেশা খেয়ে পড়ে আছে।
নীতি নৈতিকতা এখন আর চোখেই দেখেনা,কি কারনে যেন চোখ অন্ধ,
আগে ডাকলে কিছুটা শুনতো এখন আর কানেই শোনেনা,
পুরোপুরি কানও গেছে।
সত্য সে তো বহু আগেই পালিয়েছে শিয়াল কুকুরের ভয়ে।কে না যানে। মিথ্যের কথা আর নাই বললাম।সমাজ ব্যাবস্তা খুবই রুগ্ন,
কদিন আগেও দেখেছি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে,এখন সে দাঁড়াতেই
পারেনা।
এই যদি হয় সমাজের অবস্থা।
তবে মানবতা কোথায় গিয়ে দাড়াবে। সেই করুন চিত্র আর নাইবা দেখলাম হয়তো কয়দিন বাদে দেখতে হবে মানুষ তার মনুষত্ব পর্যন্ত হারিয়েছে।
কবিতা:বাস্তব অবস্থা,
জাহাঙ্গীর আলম।
২৯/০৫/২০২০.ইং,
=============