হে আমার বঙ্গ মাতা
হে জননী আমার স্বদেশ ভূমি, ভালবাসি কত মুখ ফুটে না বললে ও আছ তুমি আমার শ্বাস প্রশ্বাসে প্রতিনিয়ত ব্যাকুল মায়াভরা
দু চোখে।

তোমার জন্ম কত কষ্টেই না হয়েছে, নদী আর নদী ছিলনা,
লাশ আর রক্তের স্রোতে একাকার।

সেদিন মুখ পোড়া বাদর আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল লাল সবুজের সমস্ত শরীর।

এমনকি নিস্পাপ জলেও দিয়েছিল
আগুন নরপশু শকুনের দল,
শুনে কেঁদে ছিলাম অনেক।

ভয় পেয়না বঙ্গ মাতা,
শুনেছো কি চিৎকার জেগে
আছে পাহারায়,সন্তান তোমার
সীমান্তে ছাপান্ন হাজার।

কার এত সাহস কে বাড়াবে থাবা তাহলে উড়ায়ে পাথর ভাংবো পাহাড়,চিবায়ে তাদেরে করব আহার,
রক্তই যদি রক্তে চিনে,রক্ত দিয়ে আনিব ছিনে,সকল বাধা উবড়ে দিয়ে করবো নিশ্চিত জয়।
রাখিব মাথা তোমার পায়ে
আমরা অকুতোভয়।

তারিখ:১৫/০৫/২০২০ইং,
রোজ:শুক্রবার,
সময়:বিকাল,৪টা,