বনের পথিক
জাহাঙ্গীর আলম
বনের নুপুর পায় দিয়ে কে
একটু আগে গান শোনালে.
বুনো পথের পথিক দেখে,
হঠাৎ গেল হাওয়ায় মিলে,
দেখলো পথিক রইছে পড়ে
শান্ত পরির ডানা থেকে,
পড়ছে খসে একটি পালক,
কুড়িয়ে এনে বনের ধারে।
শান্ত নিবিড় পুকুর জলে,
চটজলদি দিলো ফেলে।
অমনি দেখে উঠলো নেচে।
কাজল জলে পেখম খুলে।
জিগায় তারে কেমনে উড়ো।
রঙিন ডানায় আগুন জ্বেলে
কোথায় থাকো অচিন পুরে,
মানুষ হতে অনেক দূরে।