বলবো কথা
জাহাঙ্গীর আলম
বলবো কথা ফাগুন এলে
ফুটায়ে ফুল ডালে ডালে,
ঝরা পাতায় লিখে চিঠি
পোহালে রাত ফুলেল প্রিতি।
বলবো কথা নদীর জলে
একলা পেলে আকাশ ঢেলে,
বিষ্টি হলে
রোদ্র জ্বেলে।
সাগর সনে বলবো কথা
শব্দ এনে,বর্ন মালা
আগুন চোখে,প্রিতিজ্ঞাতে
লিখবো মাকে,
এ ফাগুনের সাঁখে সাঁখে।
বলবো কথা ফাগুন এলে
এই মাটিরই গন্ধ খাতায়,
প্রদীপ জ্বেলে পাতায় পাতায়।
রক্তে তুফান কৃষ্ণচূড়া,
উড়ায়ে নিশান লেখার ভাষা,
রক্তলেখা জালিয়ে আগুন
বলবো কথা এলে ফাগুন।