"বলেছি যখন"  

         "জাহাঙ্গীর আলম"
                                      
জলকে বলেছি গেয়েছো যখন
জয় বাংলার গান।

নদীও জানে নিত্ত নতুন        
শেখ মুজিবুররহমান                                            

ফুল কে বলেছি,
ভুলনা তুমি                            
স্মৃতির মিনার টারে।

দেখেছো তুমি,
কত যে শহীদ          
প্রাণ দিল অকাতরে।                                

দেখেছে পতাকা,
উঠায়ে মাথা
বিনম্র শ্রদ্ধায়।

বাংলা যে বাঙালীর,
চির সত্য
রক্তে অভ্যুদয়।