বৈশাখ এলো
জাহাঙ্গীর আলম
তারিখ,১৪/০৪/২০২৪,ইং
রোজ:রবিবার,
সময়:রাত.১২:টা(কবিতা-২৭০)
----------------------------
নব উন্মাদনায় বৈশাখ
এলো
মঙ্গলের পথ ধরে
এক ঢালা শুভেচ্ছা
শান্তির ঝুড়ি ভরে।
ব্যস্ত কামার কুমার
ব্যস্ত কৃষকের ঘরে
ব্যস্ত ফেরিওয়ালা
ব্যস্ত পথিক
ব্যস্তু গ্রামীণ মেলা
ব্যস্ত চারিদিক।
মাটির ঘোড়া--
------- পুতুল হাতে
মুখে -----
তাল পাতার বাঁশি
আকাশে উড়েছে ঘুড়ি
ব্যস্ত লাটাই
ক্লান্ত লাটিম ঘুরে
প্যাঁচানো সুতায়
বৈশাখে কালো মেঘ
ঝড়ের আবাস
হারিয়েছে বঙ্গ আগের
রুপও স্বভাব
খাল বিল নদীনালায়
নেই আর পানি
ঘাটে নেই নৌকা বাঁধা
সারি সারি।
পালতোলা নৌকা
তার ও শেষ হল।
দোকানির হাল খাতার
উৎসব ও গেল।
ছিল কত উপকরণ
ছিল বাহারি আয়োজন
কোথায় হারালো সেই
সরল মানুষ জন।
মুছে দিবে পুরান সব দখিণা বাতাস
আনন্দে উৎসব হোক বারমাস।