চিটারের মুখে মধু,ভালো লাগে শুনে
বাটপার চোখ দেখে,মনে মনে গুনে,
বড় কথা চাপা বাজের,বুকে বল কম
জ্ঞানীদের মারপ্যাঁচে,পালিয়েছে জম।
দিন রাত কিছু নেই,ডাকাতের কাছে
বুদ্ধিতে পাকা হলে,সব উপায় আছে।
টাউট করে অকারনে ধর্মের গান,
থাকে চোর সুযোগে মারে বড় দান।
ঝুলে আছে বানরের লেজে শয়তান
চামচামি অতি ভক্তি বাড়ে কারো মান,
কুকুরের ঘেউ ঘেউ,কেবা দেয় দাম,
সব জানা সমশের বাঘা তার নাম।