"এভাবেই ফেরে"

"জাহাঙ্গীরআলম"

কৃষকের কাছে
ফিরেছে ফসলের খেত।

কতটা অভিমানে পথ
ফিরেছে পথিকের কাছে।

এমন আর কি হলো
বৃক্ষের যেতে হলো ছায়ায়।

সূর্য রোদের কাছে না
গেলেই তো পারতো।

মেঘের কাছে বৃষ্টিরা
এভাবেই ফেরে।

ফিরে আসা আকাশের
কেবল দিনে ও সময়ের
সখ্যতার জন্য।

আমরা শুধু বয়সের কাছে,
ফিরি সবার অলখ্যে।