বাকি নেই, যেখানে খোজা হয়নি,
দেখা হয়নী তোমায়।
শেষ সীমায় পৃথিবীর।
চাঁদের দু পাশ উল্টিয়ে,
এমনকি,হৃদয় যেখানে থেমে গেছে
সেখানেও পাইনি তোমায়।
কি করে পাবো-?
কারো দ্বীপ শিখায় জ্বলে,
নিজেকে বিলিয়েছো অন্ধকারে,
চরম সীমায় পৌঁছে দিয়েছো নিজেকে।
সত্যি বড় দরকার ছিল তোমায়
না হয়,চাঁদ নিজেকে সরিয়ে নিবে,
ফুলেরা চলে যাবে চিরতরে,
সুর্য আত্তহুতি দিবে জলের গভীরে।
বলেছে জোঁনাকিরা নিভিয়ে দিবে নক্ষএের সব আলো,সমুদ্র উল্টিয়ে চাপা দিবে জীবন তরী,
শুধু আগুনকে নিয়ে যেও,
বৃষ্টির কাছে,অনুরোধ।