আমি কবি কিংবা সাহিত্যিক নই,
নয় আমি কবিতার বটবৃক্ষ।
আমি নিঃস্ব অতি ক্ষুদ্র নিঃসঙ্গ
এক ল্যাম্প।অন্ধকার পৃথিবীকে
দেই নিঃস্বার্থ ভাবে আলো।
আমি কবি নই,নয় বিশ্বসাহিত্যের
বই,বিসস্ত পাঠে কে মনে রাখে, আমি তো বর্নমালা দেখে শিখে শিশুর মুখে প্রথম উচ্চারন ক:
আমি কবি নই,নয় কবিতার পুঁথিপত্র,আমি ক্ষুদে নিতান্ত অমুল্য বিদ্যার লাইব্রেরি।
অসংখ্য পাঠের মহৌষধ।
অন্ধকারে জোনাক জ্বলা
অক্ষরবৃত্ত।
আবার সুর্যের ঘুম ভাঙানো ভোর ছিন্ন পথহারা পথশিশু,কখনো মুছাফির নিরুদেশ্য চলে যাই
মানুষ হয়ে কবি নয়।
ক্ষমা করবেন শ্রদ্ধেয় সুধী,
যা মহৎ আমার সব ভুল।
সত্যি বলেছি আমি কবি নই,
আমি মানুষ,
আমি কবি নই সত্যি।
আমি মানুষ,আমি মানুষ।
তারিখ:০৬/০৫/২০২০ইং,
রোজ:বুধবার,
সময়:বিকাল ৪:২০.মিনিট,
------------------------------