আমি আসবো,
যদি কখনো শীতের সকাল আসে
কুয়াশার বুক চিড়ে,এক চিলতে রোদে
পাখা মেলে,অতিথি পাখি বেশে
আমি আসবো।
আমি আসবো,
বসন্তের কোন এক উদাস দুপুরের
কান্না হয়ে,হয়তো,দু চোখে করূন,
ব্যথা ভরা গ্রীস্মের তুমুল ঝড়ে,
আমি আসবো।
আমি আসবো,
হেমন্তের বিকালে,শিশির ফোটায়,
শিউলি ফুলের জ্যোৎস্না প্লাবিত সৌরভে,
কিংবা হলদে পাখির.ডানায় চড়ে,
নবান্নে কোন এক ব্যাস্ত আঙিনায়।
আমি আসবো,
একদিন পলাশ শিমুলের
স্বপ্ন রাঙা ভোরে,নিরব নৈঃশব্দে
নিশ্চিৎ,বৃষ্টিভেজা ঝরা পাতার মত
ঝরে খয়ে,চিরতরে।
তারিক ১২/৫/২০১৮ ইং,
শুধু আপনাদের জন্য কবিতাটি, অনেক দিন পরে ফিরে এলাম সবার মাঝে দূঃখিত ক্ষমা করবেন,ব্যাস্ততার জন্য ধন্যবাদ। কবি বন্ধু