আমি যতদূরে যাই আমার
পেছনে যায় সবুজ গ্রাম,
মায়াভরা ফসলের ক্ষেত,
সোনালী ধানের মাঠ।
আমি যতদূরে যাই আমার
সঙ্গে যায় চিরচেনা ষড়ঋতু,
শরৎ হেমন্ত আর বর্ষা।
আমি যতদূরে যাই আমায়,
ভোলেনা আপন মেঠো পথ,ভোলেনা
আমায় ঐ আকাশের চাঁদ।
আরো যায় পেছনে ফেলে
আসা সন্দ্যানদী আমার
মা- দূঃখীনি বাংলাদেশ।
আমি কি করে ভুলি?
আমার পরম আত্মা।
তারখ:২০/০৫/২০২০ইং,
রোজ: বুধবার,
সময়:বিকাল,৪,২০মিনিট,