আমার মৃত্যু হলে,আত্মা চলে যাবে
স্বত্তার কাছে,নির্বাক নিস্তেজ অসাড
দেহখানি রহিবে পড়ে,
হয়তো হবে দেখা ------
বাজালে ইস্ররাফিলের বাঁশি
পৃথিবীর শেষ অন্তিম কালে।
আত্মা ----
কেন তুমি এসেছিলে আমার,
দেহের ভেতরে,
তুমি তো ছিলে আরশ মহল্লায়,
স্বত্তার খোদ ছিদ্রাতুল মুনতাহায়,
কেন চলে যাবে----
যেতেই,যদি হয়,তবে বলো?
তুমিকি অবুঝ হয়ে,প্রথম এসেছিলে,
নাকি শিশু হয়ে,
কিংবা যুবকের ন্যায়,বড় হতে থাকো
আমার দেহের ভেতরে।
কি খেয়ে বেড়ে ওঠো,বেঁঁচে থাকো
নাকি বড় হয় দেহ,
তুমি শুধু,চেয়ে দেখো,
জগৎ সর্বময়।