আমার অনুভূতি গুলো এখন
অসম্ভব নিস্তেজ।
জরাজীর্ন--
ভঙ্গুর হয়ে পড়ে আছে
স্যাঁতসেঁতে কাদায়।

আমার আবেগ গুলো এখন
প্রচণ্ড দূর্বল।
উইপোকায় খেয়ে খেয়ে
ছিন্ন ভিন্ন
পড়ে আছে শয্যায় ।

আমার চিন্তা গুলো খুবই বিমর্ষ!
অসম্ভব রুগ্ণ!
হুইল চেয়ারে থেকে থেকে
মৃত্যু প্রায়।

আমার ভাবনা গুলো হঠাৎ
অদৃশ্য ঝড়ে--
ধ্বংস হয়ে পড়ে আছে
ধুলো বালুর পদাতলে।

আমার সকল উপলব্ধি
হোক পূর্বের ন্যায়
প্রবল দূর্দান্ত প্রতাপে
মগজের ভেতর
নির্ভুল,
জারিন হরফে লেখা
আসমানি কিতাবের মত।
-----------------------------
তারিখ,০৩/০৬/২০২২,ইং
রোজ:শুক্রবার,
সময়:৩:৪৫মিঃ,