এই যে দেখছোনা
ঘন বন নির্জন পথ
একদিন নবান্নের উৎসবে
গিয়েছিলে পৌষের সন্ধায়!!
মনে আছে?

দিন তো এভাবে যায়
ইচ্ছায় অনিচ্ছায়।
ফেরানো কি যায়
তাকে শত প্রচেষ্টায়।
যেমন ঘড়ির কাটা
ঘূর্নয়মান সুর্যের মত
ঘুরতে ঘুরতে ক্লান্তিহীন
কেটে গেছে কতটা বছর।

এতো দিন পর সত্যি কিনা
জানিনা?
মনে কি রেখেছ আমায়?
না ভুলে গেছে
অনেক আগেই।

যদি মনে রেখে থাক
তোমার অসম্ভব মানবিক উদারতা
যদি ভুলে যেয়ে থাক
তা অনিচ্ছায়---
এটা তোমার রোগ নয়
বাধ্যবাদকতা।।
ভুলে যাওয়া দোষের কিছু নয়
আমি তো আমাকেই
ভুলে গেছি সেই কবে
সময়ের এলবামে চিন্তার জট
তোমার আমার জ্যোৎস্নায়।
------------------------------
তারিখ, ৩০/০৫/২০২২,ইং
রোজ সোমবার,
সময়,বিকল: ৬-০৫ মিঃ