আকুতি,
জাহাঙ্গীর আলম।
============
যদি আমি কখনো খসে
পড়ে যাই,
বৃক্ষের ছাল শক্ত বাকল
অসাড় জীর্ণ শেকড থেকে।
যদি উপডে পড়ে যাই
আচমকা
কোন অজ্ঞাত ঝড়ে।
যদি ঝরে যাই কখনো ঝরা
পতার মত,
অজানা নিশ্চিত কোন সংশয়ে।
তবে আমায় জড়িয়ে নিও
চাঁদের উজ্জ্বল বুঁননে,
সমুদ্রের নীল ঢেউয়ে,
ঝিকিমিকি পূর্নিমার,
রঙীন শাড়ীর মত,
অঙ্গে তোমার।
আকুতি,
জাহাঙ্গীর আলম।
রোজ:মঙ্গলবার,
সময়:১০.৪৫,মিনিট,
১৪/০৭/২০২০.ইং,