ইচ্ছে ছিলো সুখ পাখিটার ডানায় চড়ে,তোমায় নিয়ে আকাশ ছোব,
যাতনার অগ্নুৎপাতের অক্সিজেন
সব উবড়ে খাব।
ইচ্ছে ছিলো জ্যোৎস্ননা ভেজা
নিশু রাতে,শুয়ে তোমার সৌন্দর্য,
মুগ্ধতার স্পর্শে চাষ করিব।
ইচ্ছে ছিলো তোমার শাড়ীর
গোপন ভাজে,সকল তারায়
হাত বুলাব,
ওখানে আস্ত জলে,দেখবো ঢুকে
নির্জন আলিঙ্গনে।
ইচ্ছে ছিলো গভীর বনের মঞ্জুরীতে অহঙ্কারের গোলাপ হয়ে ঝুলবো গলে।
তারিখ ; ০৪/০৪/২০১৯ইং
সময়: সকাল ১০.৪০ মিনিট,