আজব
জাহাঙ্গীর আলম
এমন এক গাছ আছে হাওয়া ধরে।
আছে কার হিম্মত দিবে পেড়ে,
হাওয়ায় চড়ে সেথা যেতাম উড়ে,
সিমাহীন আকাশ টা ফুটো করে।
ভাবনার বাইরে কত অজানা ছাদ,
জগৎ জুড়ে ঝুলে পার করে রাত।
রোদের গাছে আছে আগুনের ফল,
অবিকল থাকে সে আজন্মকাল।
শুকালে আজব নদী আকাশ সমান,
সাধ্যের বাইরে আজব তার নাম.....।।