কুমড়ো ফুলের মতো জড়িয়ে ছিলাম,
অজস্র স্নেহ ভালোবাসার বন্ধনে,
হালকা রোদে নিয়েছি আঁচ
দারুন কুয়াশার উঠানে।
কার্তিকের ক্ষেতে সোনালী ধানে
কুয়াশায় ছিলাম মিশে।
মাঁঁয়া মমতায় জড়াজড়ি,
দেখেছি বুনো হাঁসের নীড়ে।
দেখেছি মুক্ত পাখিরা কাঠাল
ছায়ায় রোজ আসতো ফিরে,
চৈএের দুপুরে আম কুড়াতাম,
উৎফুল্ল দারুণ সুখে।
দেখেছি সন্ধ্যায় পুকুর পাড়ে আকাশ ছোয়া হরতকী বয়রার বনে,বিষন্ন
পাখিরা ক্লান্ত মনে গন্তব্যে এসেছে ফিরে।
নরম বাতাসে ঝরাপাতার মুক্ত ঘ্রাণ
মুগ্ধ করিত শেষে,অথচ আজ সব-ই অতীত,দু চোখ উড়ে যায় কৈশোরে
বিষন্ন ফোটাজল,শিশিরের মত অস্তির,
কুয়াশার মত হারিয়ে যেতে চায়
সবুজের বুক চিড়ে,নরম মাটির শরীরে আমার অস্তিত্বে অনুভূতির অনুভবে।