আগাছার মত,
জাহাঙ্গীর আলম।
===========
লোকটা দেখতে সাড়ে ছয়
ফিট লম্বা।
কিন্তু এতটাই বোকা,
ভাল মন্দ বোঝার ক্ষমতা টুকু
তার নাই।

আগাছার মত এমন জন্ম,
দেশের জন্য চরম বোজা।
এই ছোট্ট দেশে,
জনসংখ্যা ঘনবসতি,
আর ওজন বাড়ানো ছাড়া
জাতীর কোন উপকারে আসেনা
এমন জন্ম ডুবিয়ে দিবে।
দেশ কে বঙ্গোপ সাগরে।

=========
১৩/০৮/২০২০ইং,