আদিল টাক
জাহাঙ্গীর আলম
তারিখ:১৭/০২/২০২৪ ইংরেজি,
রোজ:শনিবার,সকাল ১০টা,
(কবিতা:২৬৪)
---------------------
জন্ম কালেই চুল ছিলনা।
মাথা ভরা টাক
আলগা চুলে বাবরি দোলায়
আর করনা থাক।
বেলের থেকে বড় মাথা
তার উপরে ধরে ছাতা
চিরুনিটা হাতেই রাখে
বুক পকেটে থাক।
স্বহস্তে কেমনে বাঁধে
কেশহীন
আদিল টাক।
অকারনে যত কথা
কালো ক্যাপে ঢাকে মাথা
চুল নিয়ে বাহাদুরি
আর করনা থাক।
স্বহস্তে কেমনে বাঁধে
কেশহীন
আদিল টাক।