৫ই-আগস্ট ২০২৪
জাহাঈীর আলম
তারিখ,৩০/১০/২০২৪,ইং
রোজ:বুধবার
রাত,১০টা(কবিতা-২৮২)
--------------------
সেদিন কত শান্ত নিরিবিলি
ছিলো ভোর।
অশান্ত ছিলোনা কোন,
ছিলোনা অনশি সংকেত।
ঈশান কোনে ছিলোনা
সেদিন
প্রবল মেঘের আস্ফালন।
আবহাওয়া ছিলোনা সেদিন
অতিশয় গুমোট।
ছিলোনা কোন সতর্কীকরন
অতি জরুরি কোন বার্তা।
সর্বদাই ছিলো শান্ত
উদ্বিগ্নহীন
শঙ্কিত হবার মত
স্বচ্ছ কোন ধারনাই
ছিলোনা কারো।
গন বিধ্বংসী বজ্রপাত
সুনামি বেগে ধেয়ে আসছে
অসম্ভব সুন্দর এই
উজ্জল রোদ্রের
প্রাণবন্ত ঝলমলে আলোয়।
গবেষক সেদিন নিজেই হতভম্ভ,
রাজনীতিবিদ পুরো ভ্রান্ত,
কলামিস্টের রুদ্ধ কণ্ঠ,
অজস্র চিন্তাবিদ চেতনাহীন,
এমনটি শুনিনি আগে কভু।
ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে
গগনবিদারী জন বজ্রপাত,
মুহুর্তে সব ওলটপালট
নগর মহানগর,
সবুজ মাঠ পথ প্রান্তর সব,
এখন তিস্তা নদীর মত
চিহ্নিত ক্ষত দগদগে ঘা
যেন সহস্র বছরের আঘাতে
নিষ্প্রভ প্রাণহীন
আজব কঙ্কাল।