ষোলই ডিসেম্বর
জাহাঈীর আলম
তারিখ,২৮/০১/২০২৫,ইং
রোজ:মঙ্গলবার,
সময়,১১টা(কবিতা-২৯৩)
-----------------
অস্তিত্বের আস্তা দেয়াল
ভেঙ্গে সেদিন করেছে বেহাল
সকল বাঁধা গুড়ায়ে দিয়ে
ফিরছে ওরা স্বদেশ ভূমে
ষোলই ডিসেম্বর।
সুদীর্ঘ পথ সরায়ে দূরে
সুর্য টাকে তাড়িয়ে নিয়ে
মহাকাব্য খুলছে টেনে
নবীন সদ্য ডোর
ফিরছে ওরা স্বদেশ ভূমে
ষোলই ডিসেম্বর।