(ব্যতিক্রম ধর্মী কবিতা। এর আগে কেহ এই নিয়মে লেখছে বলে মনে হয় না। সম্পূর্ণ নতুন আঙ্গিকে কবিতাটি লেখা হয়েছে। আপনার উৎসাহ পেলে বাংলা সাহিত্যে আরো নতুন সৃষ্টিশীল কবিতা নিয়ে হাজির হবো। যা এর আগে কেহ রচনা করেনি। কবিতাটি সাজানো হয়েছে কখ, কখ, কখ,কখ,কখ,কখ,কখ,কখ,কখ,কখ,কখ,কখ,কখ,কখ এই নিয়মে এবং কবিতাটি মোট চৌদ্দ চরণ/লাইনের। যার প্রথম চরণ/লাইনটি ১৪ এবং দ্বিতীয় চরণ/ লাইনটি১৫ এভাবে পুরো কবিতাটি।)

রাজনীতিতে ভালো নেই

নেতারা বানাতে চায় সবাইকে বৈরী
বিভাজনের রাজনীতি তাদেরই তৈরী
এখনো অক্ষুন্ন আছে ভালো বাসাবাসি
হাজার বছর আমরা আছি পাশাপাশি।

উভয় তরফেরই মাত্র কিছু লোক
সতত প্রচেষ্টা তাঁদের ভেদাভেদ হোক
মহরম - দুর্গাপুজা এক সাথে করি
আমরা যাকে খোদা ডাকি, ওরা ডাকে হরি।

নিঁচুতলাতে কোনো নাইযে ভেদাভেদ
কিছু লোক বাঁধায় দ্বন্ধ এটাইতো খেদ
আজান আর কীর্তন দুটোই মধুর
বিনাশ করে দিতে হবে হিংসার- অসুর।

শ্রীরাম আর রহিম অবিচ্ছেদ্য অংশ
নোংরা রাজনীতিটাই করতে হবে ধ্বংস।