প্রশ্ন
কাঁদবো যদি আসলাম কেন
মানিনা এই জীবন------------
শিকল পায়ে বন্দি কেন
মনুষ্যজীবন?
ধর্ম যদি মানবোই না
তবে কেনো জেলখানা
কিসের তবে বিচার বসাও
কোথায় পেলে আইনমালা?
আস্তিক বলো,নাস্তিক বলো
বিশ্বাসী আর অবিশ্বাসী
ক্ষুধায় অতি জীবন আমার
যায়না কেন রাখা বাজি?
সূত্র যদি না অই থাকে
কীসের তবে পরিচয়
কেন বলো শাস্তি আমার
একটু ভুলেই পেতে হয়?
স্রষ্টা যদি না অই মানি
তবে কেন আইন
কোন বিশ্বাসের শোনাও তবে
কীসেরও জয়গান?
সবই যদি এমনি হবে
তবে কেন গবেষনা
মানুষ কেন মরছে তবে
করে নিজে আত্মহত্যা?
নিয়ম যদি না অই থাকে
খুঁজি কেন কারণ
সেই কারণের বিচার শেষে
কেন হয় মরণ?
এমনি যদি সবই হবে
নিয়ম তবে কে বানায়
বলো তবে, সব থেকেও
বৃদ্ধ কেন বয়স্কখানায়?