ওহে দয়াময়


দয়াল তুমি আছো কোথায়
এক জনও দিলনা স্বাক্ষী।
তাই তোমারে খুঁজি আমারই ভিতর
আমিযে দিবানিশি।
তবুও তোমারে পাইলাম না
তাতে দুঃখ নাই
আমি যে তোমার হইয়াছি
এই ভেবেই সুখ পাই।
তোমারে ভালোবাসিয়াছি
কভু দেখা পাই নাই
তবুও আমি তোমারই নামে
তোমারই গুন গান গাই।
আমিও থাকতাম ভালো
থাকতাম যদি নিরাকারে
তুমি একটু হলেও নষ্ট হতে
থাকতা যদি মানুষের রুপে।
আমি তোমার কাছে শ্বাশত বিধানে
পরাজিত হই দৈনিক
ভালবাসার যুদ্ধে তুমি সদা
বিজয়ী এক অদ্বিতীয় সৈনিক!
ক্ষম ক্ষম করো মোরে
নমঃ নমঃ নত শীর তব দরবারে
তুমি রাহিম, তুমি রাহমান
এই গুণে ভুল ভ্রান্তি করো আনছান।