নিকোটিন যুদ্ধ

যে আমি দূরে ছিলাম
নিকোটিনের কালো ধোঁয়া থেকে,
সেই আমি নিকোটিনের বিষাক্ত ঘ্রাণে
আজ নিকোটিন আসক্ত এক দেহ।
তোমার ভালোবাসা ছিল তাই
এ জীবন ছিল উর্বর এক প্রেমময় ভূমি,
আজ তুমি নেই
তাই এ বিশ্ব সংসার আমার বিফলে বিনাশিত।
নিকোটিনের কালো ধোঁয়ায়
চারিপাশের স্বপ্নরা আজ মৃত প্রায়
তোমার প্রয়োজন আজ কেবলই শুধু
নিকোটিনের বিষাক্ত ধোঁয়াতে রপ্ত থাকে।
নিকোটিনের প্রতিটা টানের বিষাক্ত কালো ধোঁয়ায়
প্রতিবারই এখন তোমাকে নিয়ে দেখা স্বপ্ন গুলো উড়াই,
আর তুমি আমার নিকোটিন জ্বালাবার এক কুজ্জ্বটিকা।
যে আমি দু ঠোটে তোমাকে রোজ
চুমু দেবার সাহস পুঁষিতাম মনে,
সে ঠোঁটে আজ নিকোটিনের ধোঁয়া উড়ে
এ দেহ আজ কেবলই নিকোটিন আসক্ত।
যে প্রাণ জুড়ে মোর হৃদয় বক্ষতে ছিল
তব প্রেম ছলছল,
তোমার ভালোবাসা আর নিকোটিনের বিষাক্ত কালো ধোঁয়ায়
সে প্রাণের হৃদয় পটে আজ মহাযুদ্ধ।