কৃষক
আমার দেশের কৃষকরে ভাই
সোনার চেয়ে দামি
তাদের হাতেই ফসল আসে
গোলাটি যায় ভরি।
ফজর সালাত কায়েম শেষে
কৃষক যখন লাঙ্গল কাঁধে
গরুর পাল নিয়ে মাঠে যায়
ঘরে বসে কৃষাণী ঘরটি গুছায়।
সারাটি দিন খাটুনি
ধূলো বালি কাদা পানি মাখনি
ক্লান্ত শ্রান্ত শরীরটি
রৌদ্রে পুড়ে যায় ত্বকটি।
সোনার ফসল ফলায় যারা
তাদের নামটি বলে কেবা
আজকে তাদের জন্যে সুধাই
তারাই দেশের শ্রেষ্ট কর্ণাধার।