কবিতার জন্যে

কবিতার জন্যে জীবন দিব
তবু মানুষের জন্যে লড়ে যাবো
কবিতা আমার প্রাণ, কবিতা আমার গান
এই কবিতা-ই আমার মান।

আমার কবিতা দেশের কথা বলবে
আমার কবিতা দশের কথা বলবে
বলবে অনাহারীর কথা, দুঃখীনীর কথা
প্রকৃতির কথা আরো বলবে ভালোবাসার কথা।

আমি কবিতা লিখতে চাই
কবিতার ছন্দে মনের ভাষা সাজাতে চাই
আমি সহজ সরল ভাষায় কবিতা লিখতে চাই
আমি রচনার প্রাঞ্জলতায় কবিতা লিখতে চাই।

আমার কবিতায় যোদ্ধার কথায় বলতে চাই
যুদ্ধের কথা, বঞ্চিতের কথা, শাসিতের কথা বলতে চাই
এমন একটা কবিতা হবে যেটা আমি লিখতে চাই
যেখানে সবার কথা সমস্বরে হবে উচ্চারিত।

আমি লিখতে চাই ঝরা পাতার দুঃখ স্মৃতি
কেমন করে দুঃখীনী মায়ের কোল হয় খালি
উত্তাল নদীর ঢেউ ভাঙ্গে নদীর তীর
সেই তীরে বাস করা মানুষের কথা আমি বলতে চাই।

কবিদের কবিতা ফুল হয়ে ফুটুক
বাঘ হয়ে করুক গর্জন
কবিদের কবিতা উড়ুক নৌকার পাল হয়ে
রাখালের বাঁশির সুর হয়ে ছড়িয়ে পড়ুক সে সুর চারিদিকে।

কবিদের কবিতায় দোল খেলে যাক
মেঘনার ঢেউ
কাশফুলের সাজানো শুভ্র মেঘমালা যেনো
কবিদের কবিতা হোক সকলের প্রথম পছন্দ।