যদি ফিরে পেতাম
যদি ফিরে পেতাম আবার
সেই প্রকর্ষ যৌবনা
ছুটে যেতে যদি পারতাম
মাঠ ঘাট ফসলি প্রান্তরে,
তবে কতইনা সুন্দর হতো
ভালো হতো, হতো কল্যাণ কর চাওয়া-পাওয়া।
যদি ফিরে পেতাম আবার
সেই শুভ ক্ষণকাল
আবার যদি পারিতাম করিতে বিবাহ
তবে, ছেলে মেয়ে করিতাম বড়
আনন্দ হাসিতে ভরিত স্বপ্ন চাওয়া-পাওয়া।
যদি ফিরে পেতাম আবার
সেই আমার আমিত্ব
নতুন করে করিতে পারিতাম প্রকাশ
তবে বার বার আমি কেবল
প্রতিবারই নতুনত্বে ফিরে আসিতাম।
যদি ফিরে পেতাম আবার
সেই পথ ঘাট,
বাড়ির আঙিনায় ফুলের চারা রোপন দিন
সেই শৈশব, সেই কৈশর
সেই আবেগ, সেই বিবেক
সেই দৃষ্টি, সেই ভালোলাগা,ভালোবাসা
তবে আমি আমাকে প্রতিবারই
বিলিয়ে দিতাম সার্থক জনমে।
যদি ফিরে পেতাম আবার
প্রভাতের সেই সূর্য উঠার আগে বিছানা ছাড়া
রাতের আকাশ জুড়ে জ্যোৎস্না দেখা
ঝিরিঝিরি মিষ্টি বাতাসে করিতে পারিতাম গা শীতল,
তবে কতইনা আরো প্রেম হতো,প্রণয় হতো,হতো বিশাল ভালোবাসা।
যদি ফিরে পেতাম আবার
সেই বাবার শাসন
মায়ের আদর,
স্ত্রীর ভালোবাসা, প্রেমাতুষ বন্ধন
তবে দয়াময় আমি বার বার কেবল
তোমার প্রশংসায় মেতে
কেবলই তোমায় ভালোবাসিতাম।