চতুর্দশপদী(সনেট)কবিতা

ধৈর্য্য

আবার যদি আসে কালবৈশাখী ঝড়
বাঁধন ছিড়ে আসিস মোর সমতল
আঁধার রাত্রিতে যদি লাগে মনেতে ডর
হস্ত বাড়িয়ে দিস রাখিও মনে বল।।

দু:খ যদি করে তারা,করে অনাদর
সুখ তোমার হবেই গভীর উজ্জ্বল
প্রেম আদলে ভর তোমার মন ঘর
সকলে চাইবে তোমা করতে সম্ভল।।

পিপাসায় কাতর আমি সাড়াবেলা
শূন্যে ঘুরে খুজি পাইনা আলোর দিশা
মেঘ বৃষ্টি ঝড়,বাতাসের শব্দ শাঁ শাঁ
ধূসরময় দিন কাটে মোর অবেলা।।

আঁধার ঘন জীবনে কে দেখাবে পথ
ধৈর্য্য ধরে থাকিস তবে,পাবে রথ।।