বাঙলা সাহিত্য জগতে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন আঙ্গীকের ব্যতিক্রমধর্মী কবিতা। এই কবিতাটিতে 'ি' এবং 'ী' কার নেই। ি এবং ী কার ছাড়া খুব সম্ভবত বাঙলা সাহিত্যে এটাই প্রথম কবিতা। তাছাড়া কবিতাটি ১৪ অক্ষর এবং ১৪ চরণে রচিত। যা চতুর্দশপদী(সনেট)কবিতা হিসেবে পঠিত। আপনাদের ভালোবাসা পেলে বাঙলা সাহিত্যে আরো নতুন কিছু সৃষ্টাশীল সাহিত্য কর্ম নিয়ে হাজির হবো।
দাহ্যময় প্রেম
তাহারে ছেড়ে একা রই যে আনমনে
বেঁহুশে হারাই প্রাণ,সে হয়তো জানে,
আমারে ফেলে রেখে সে অসহায় দূর
কেমনে বাজাবো তাল প্রেমময় সুর।
কষ্ট পেয়েও ভগ্ন হৃদয়ে হয় প্রেম
মায়ার জালে আবদ্ধ দু-প্রাণের ফ্রেম
সুখ পেতে জনম ভর,কতো বাসনা
মরণে কতক প্রেম পায় যে শান্তনা।
প্রেমে সুখ, প্রেমে দুঃখ প্রেমে পরবাস
প্রেমের কারণে কারো চক্ষু জলে বাস
ভাবুক এ সত্তা কেমনে রাখবো শান্ত
তাহার প্রেমে আজ উতালা উদভ্রান্ত।
আঁধার ঘন রাতে তারা যেমন জ্বলে
মধুমাখা প্রেম হয় স্বার্থক অনলে।