চোরাবালি প্রেম

বাহিরটা দেখলা তুমি
দেখলা না ভিতরটা
কাপড়রের ময়লা যায়গো ধুইলে
যায়না অন্তরের ময়লা।

কি আগুণে জ্বলছি আমি
হচ্ছি পুড়ে পুড়ে ছাই
কে আছে এমন ভালোবেসে কাছে টেনে নিবে
পাশে থেকে হৃদ্যতায় সোহাগে মন ভরাবে।

ভুল গুলো ফুুল হয়ে ফুটে রয় চোখের কোনে
ভেসে আসে করুন সে সুর
ভেসে আসে করুন সে সুর
তবুও জীবন যায় চলে
আনন্দে কি চোখের জলে
তুমিহীনে নাই আমার কোনো মূল।

আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও শেষে
মেঘলা আকাশ, ঝর্ণার ধারা দুটি চোখে
পূঁজিহীন শূণ্য ঘরে আমায় একেলা রেখে
কার আলয় জ্যোৎস্নার আলো বিলাও হেসে।