বন্ধুত্ব
ঐ,,,,,।
ক-
বন্ধু।
কি কবি!
বলনা কিছু!
কিছুই বলার নাই?
না, তর সাথে কোনো কথাই নাই।
মিলে মিশে চলতে পারলেই দুনিয়া সুন্দর, একাকার।
-------------------------------
বাঙলা সাহিত্যে নতুন সংযোজন ফিবোনাক্কি কবিতা।
এটা হচ্ছে ফিবোনাক্কি কবিতা। যে কবিতা নিম্নোক্ত সূত্র মেনে চলে। আকাশে যখন পাখিরা ডানা মেলে দল বেঁধে সারিবদ্ধভাবে উড়ে তখন এই ফিবোনাক্কি পদ্ধতিতে উড়ে। কোনো একটি পাখিকে যখন কোনো শিকারী গুলি করে হত্যা করে বা দল থেকে কোনো একটি পাখি সড়ে যায় তখন ঐ পাখিরা আবার তাদের মধ্যে থেকেই নতুন ফিবোনাক্কি তৈরি করে। ফিবোনাক্কির অনেকগুলো পদ্ধতি রয়েছে। নিম্নে তার একটির সূত্র দেয়া হলো।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ১৪৪, ২৩৩, ৩৭৭......