বলবো শুধু ফিরে এসো
ঈশ্বর রাজত্ব করেন মহাবিশ্বের
তুমি রাজত্ব করো হৃদয় কুঞ্জের।
অথচ মহাবিশ্বের থেকে মহা বড়ো যে হয়
মানুষের হৃদয় কুঞ্জ।
ঈশ্বরকে আমি ভুলে থাকতে পারি
কিন্তু ঈশ্বর আমায় ভুলেন না
তুমি আমায় ভুলে থাকতে পারো
কিন্তু আমি তোমায় ভুলে থাকতে পারি না।
স্রষ্টার গুণ একাকিত্বের, লা শারিক কালাহু
প্রেমিকের গুণ কেবলি ভালোবেসে যাওয়া, তা কি জানো না।
ঐশী গ্রন্থ কুরআন পাকে পাই
ঈশ্বর সবকিছুর হিসাব নিবেন হাশর মাঠে পাই টু পাই
তুমি আমার প্রেমিক ফিরে এসো তুমি হৃদয় কুঞ্জে
এ হৃদয়ের পাঠ দেখো তুমি তাই আজ খুলে
তোমার কোনো হিসাব- নিকাষ নাই।
স্রষ্টা ঘুমান না
তাই হয়তো স্রষ্টা স্বপ্ন দেখেন না
আমি ঘুমাই স্বপ্ন দেখি
সে স্বপ্নে কেবলি তুমি।
তোমার প্রশংসা করলে যদি
স্রষ্টার প্রশংসা করা হয়
তবে তোমাকে পেলে কেনো
স্রষ্টাকে পাওয়া হবে না!
স্রষ্টার গুণ ক্ষমাতে
অথচ তোমায় আমি বুকে টেনে নিতে চাই
কেবল তোমার ফিরে আসাতেই
তোমার আমার প্রেম ভালোবাসাতে স্রষ্টাকেও ছেড়ে যেতে চাই।
ঈশ্বর যদি নিরাকার হয়
তবে আমি তোমাতে বিলীন
ঈশ্বর যদি আকারে হোন
তবে আমি এখনো সমাসীন।
এসব দেখে শুনে বুজে
তোমরা হয়তো ভাববে আমি কি তবে ঈশ্বর!
তবে আমি বলবো,
ঈশ্বরের আসনে বসে কার আছে এমন সাধ্য!
আশেক মাশুক ভবের খেলায়
ঈশ্বর হতে আসিনি ধরায়
কেবল ভালোবাসি তোমায় শুধু বলে
ঈশ্বরের গুণ দেখেছো আপন মনে।