বল তুই, বল আজ
যদি ছলনাই করবি তুই
তবে ভালো কেন বাসলি,
অাঁধার কাটিয়া আমার
আলোর পথ কেন দেখাইলি?
ছলনা যদি ছিল তর মনে
স্বপ্ন কেন তবে দেখাইলি,
লুকোচুরি প্রেমেতে তর
পাগল কেন বানাইলি?
তর,
কী সুখের জন্য আমারে পুড়াইলি?
অগ্নিদগ্ধ করে রাজপথে কেন নামাইলি?
আমি কি তর সুখের খেয়াল করিনি,
আমি কি তর দুঃখের বোঝার ভার বইনি?
তবে কেনে তুই আজ আমারে ভুলে গেলি,
ভুলে গেলি হাসি মাখা আনন্দের দিনগুলি,
কেন ভুলে গেলি হাত ধরে হাটা শত বিপদে,
কেন ভুলে গেলি স্বপ্ন দেখা রংধনুগুলি,
কেন ভুলে গেলি এক সাথে বসে গল্প করা দিন গুলির কথা,
কেন ভুলে গেলি তুই বৃষ্টিতে ভিঁজে গাড়িতে করে তকে নিয়ে বাড়িতে আসা,
কেন ভুলে গেলি তর অসুখে পাশে থাকা,
কেন ভুলে গেলি রাত দুইটায় দশ কি.মি পথ পায়ে হেটে তকে ঔষধ এনে দেয়া,
বল তুই, বল আজ,
বল জনসমুদ্রে,
কি ভুল ছিল আমার?
নিঃস্বার্থ ভালোবাসায় মোর
তুই স্বার্থের তীর ঢুকাইলি!
ছলনা করিয়া তুই
এ হৃদয় করলি ভেঙে চূড়ে খান খান
আলোর পথে আবারো নামিল
অমানিশার তীব্র ঘোর অন্ধকার
স্বপ্ন গুলো সব আজ লাগামহীন
প্রেমের ঘূর্ণিঝড়ে এলোমেলো
পথ ভুলিয়া হাটি আজ ধূসর মরুরপথ
তর প্রেমেতে ধ্বংশ কেবলই
হয়েছি আমি আজ প্রেম হারা উন্মাত।