কিছু স্মৃতি ভুলে যেও
কিছু স্মৃতি মনে রেখো
কোনো একদিন পশ্চিমারেখা শেষে সন্ধ্যার পরে
ফেরা হবে না ভালোবাসার নীড়ে।
দূর হতে দূর আরো দূর, দূর হতে দূর বহু দূর
পাখির ডানায় বসে
নদ-নদী, পাহাড়- পর্বত, খাল- বীল পেড়িয়ে
চলে যাবো অজানা শহর কি প্রান্তরে।
এ পাড়ে তুমি ওপারে আমি
মধ্যখানে অথৈ জলের মেঘনা নদী
দেখা হবে কিনা জানি না
কথা হবে কিনা তাহাও জানি না।
বন্ধু আমার, ওগো সখা আমার
মরন যদি হয় গো কভু কখনো শুনতে যদি পাও
দেখতে আমায় ছুটে আসো বা না-ই বা আসো আর
মার্জনা করতে যেনো কাপর্ণ্য করো না ফের।