বারে বারে ফিরবো আমি
এই দেশ এই মাটি হে প্রিয় জন্মভূমি
তোমার চরণ তরে বারে বারে আমি যাই চুমি।
ধূলোমাখা এ পথ, নদ-নদী, খাল- বীল বেশ
আমি তোমার কাছেই ঋণী চিরদিন অশেষ
বুকের নদী মাঝদরিয়ায় উথাল পাথাল ঢেউ
সে ঢেউয়ের সঙ্গী হয়ে কাল আসবে জানি কেউ।
ভালো থেকো জন্মভূমি. ..
বারে বারে ফিরবো আমি. .. ..
আমার সোনার বাংলা দেশ।
শত রক্ত ঘামে রাঙা শপথ জানে, যাবো চলে দূরে
ফুল ফুটবেই কোনো স্বাধীন ভোরে
কালো রাত ধূসর চৌকাঠ, লিখে রেখেছি হৃদ ঘরে
ভেঙে ফেলবোই জানি এ বাঁধা দৃপ্ত স্বরে।
পায়ে পায়ে কতো যুগ এভাবে পেরিয়ে এসেছি আজ
মা গো আমি, তোমার জন্য পড়েছি যুদ্ধ সাজ।
ভালো থেকো জন্মভূমি. ..
বারে বারে ফিরবো আমি. .. .
আমার সোনার বাংলা দেশ।
বোধনের দিন চির অমলিন চলে যায় যদি নিঃশ্বাস
লেখা হবেই হবে তবুও আগামীর ইতিহাস
মা গো আবার জন্ম নেবো এ পাড়া গাঁয়
মৃত্যু পেরোবে এই বিশ্বাস ধূলো মাখা হবে সাড়া কায়।
চিরবিদায় স্রোতস্বিনী আকাশের সীমানায়
আগুন পথেই জীবন ছুঁলাম স্বপ্নের ঠিকানায়।
ভালো থেকো জন্মভূমি. ..
বারে বারে ফিরবো আমি. ... .. ..
আমার সোনার বাংলা দেশ।