আদুরী
কত কথা মনে পড়ে কত কথা ভুলে গেছি আদুরী
আজ শুধু মনে পড়ে কেন এত ছল আর চাতুরী?
গেলো চলে দিন ক্ষণ গেলো কেটে চির এই যৌবন
কার জন্য তুমি একা হন্যে হয়ে দিলে ছেড়ে এ মন?
ফেটে যায় বুক, ঝরে পড়ে ফুল, ঝরে পড়ে লোচন
একা একা আমি তিমি ঘণ রাত্রি কেঁদে হই প্লাবন
খুঁজি মুক্তি, খুঁজি পথ, কোথা গেলে পাবো মন আলয়
যেই নীড়ে নেই দুঃখ, বেঁচে রবো শুধু প্রেম আলোয়।
কত স্মৃতি ভেসে উঠে কত প্রশ্ন জাগে মনে অক্লান্ত
ক্ষান্ত হয় তাজা প্রাণ যবে করে মনে বায়ু অশান্ত
চাই যারে খুঁজি আগে মন ঘরে পুষি তারে খুব যতনে
চলে গেলো প্রিয়া দিয়ে ব্যথা মায়া নেই তার চলনে।
ফুটো তরী, ছেড়া পালে চলে নাও, মাঝ পথে আমি
মেঘে ঢাকা আকাশ, ঝড়ো বাতাস, ওহে জগৎ স্বামী
অর্ধ জীবন করলাম শেষ তার প্রেমের পেয়ে ছায়া
কেমনে গেলো সব ভুলে, কোথায় হারালো সেই মায়া।
বীলের জলে ছুটে চলা, পুতুলের সাথে পুতুলের বিয়ে
এ পাড়ার প্রতিটা ধূলোবালির সাথে মিলেমিশে গিয়ে
কাটিয়েছি শৈশব,কাটিয়েছি কৈশোর তারে ভালবেসে
কে জানিত আজ তার মনে ছিল না'যে ঠাঁই অবশেষে।
কতটা দিনের কথা ভুলে যাবে লক্ষী, ভুলে যাবে কত
চলার প্রতিটা পথ ঘাট স্বাক্ষী দিবে নক্তন্দিব অবিরত
দু'হাত ধরে হাটা, নদীর জলের মত অবিচল বয়ে চলা
ধমাতে পারেনি শত বাঁধা, কতজনার কটু কথাও বলা।
মিশে আছো তুমি এ কায়ের প্রতিটা ধমনী জুড়ে
স্মৃতিসব যা ছিল দু'জনার আছে গাঁথা হৃদয় পুরে
দেয়না গো ঘুমাতে আমায়, জেগে থাকি একা রোজ
কেমন করে যায় সময়, কেহ নেয় না'ত আমার খোঁজ।
শত দুঃখ শেষে স্বপ্ন দেখি তবু হেসে তুমি আছো পাশে
তুমি আছো এ প্রাণে যেমনি ছিলে সারাটাজীবন আশে
এ পৃথিবীর হউক জন্ম আবার, জন্ম হউক দু'জনার
এক সাথে দিবো পারি, শত জনমে জন্ম পারাবার।