সনেট-০৭
.......................................................
বুঝার সাধ্য নেই তোমার ঐ গিরগিটে গতর,
কতনা রূপের ডালি মেলে ঝুলে রয়েছো সটান।
যেন বর্ণিল আকাশে পোঁতা আলগোছে সংসার,
কখনো তপ্ত রোদে ছারখার ভারী বিষাদে জীবন।
কথার খরতাপে বিদগ্ধ মন দগদগে কায়,
কখনো বর্ষণে সরোবর, ঝরে কথার স্ফুটন।
জোৎস্নার চাদরে আবৃত রাতপরী আয়নায়
বিম্বিত ঘরে আমার, বহে ধ্রুপদী সুর নাচন।
বেদনার নীলরাঙা গায়, স্বেদ জমে ঘনঘটা
মেঘের, বিজুলি গর্জে বাজ পড়ে না জানি কখন।
বুক বেয়ে মাছের মতন উজিয়ে ডাঙ্গায় ভাটা,
ফ্যাসাদ এড়িয়ে হাঁফ ছাড়ি চাইনা হারাতে মন।
চর্মচোখে দেখি যদিওবা রংধনু সাতরঙ্গ
পরাণের গহীনে কে জানে আঁটিয়া জবড়জঙ্গ।।