সনেট-০৮
..........................................................
বাউল আর মরমি সাধক ধন্য জমিনে এ পা
মাড়ানোর আগে ফের, ভেবে নাও ঝিরিয়ে ছায়ায়।
এ মাটিতে শুয়ে থাকা সাধু-সন্ন্যাস আঘ্রাণে লেপা
মোর অন্দরমহল, নিভাঁজে যা গরিমা বিয়ায়।
ধন্য মাটি ভাটি-জল করিমের আউলা সঙ্গীতে,
রাজ্য বিরাগে হাসন জীর্ণ-সৌম্যে শরণ কুটিরে।
যদি চাও সুধাপান বরণপত্র সাজাও গীতে,
রাধা হলে কৃষ্ণ বেশে বাঁধবো তোমায় প্রেম-ডুরে।
ধীরে নামো মাটি 'পর সখী আলতো রাখো চরণ,
ওলী-আউলিয়া শত ভূতল বিছানায় নিদ্রিত
অনঘ হল মাটির গায় শেকড় গর্জে তোরণ।
এসো প্রণয়ে দু'জন মিশে শোধন করি শোণিত।
খানিক বৈরাগ্য ধৃত উপশিরায়, তবে দোহাই
আঁচিল খচিত ভ্রুর, হররোজ তোমাকেই চাই ।।